চাকরির পূর্বে ইন্টার্নশিপ কেন গুরুত্বপূর্ণ ?
কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে কিংবা কোনো টেকনিক্যাল কোর্স করে প্র্যাক্টিক্যাল লাইফের কাজের ধারণাটা পাওয়া কঠিন; তাই ইন্টার্ভিউগুলোতে গিয়ে কাজের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করলে দেখা যায় ক্যান্ডিডেট যত ভালো স্টুডেন্ট বা উচ্চ ডিগ্রীধারী হোক না কেন সেসব প্রশ্নের সামনে হিমশিম খেয়ে যায়; কারণ থিওরি সে অনেক ভালো জানলেও বাস্তব অভিজ্ঞতা তার নেই; তাই ইন্টার্নশিপ করাটাকে বলা চলে চাকরি জীবনে প্রবেশের আগে নিজেকে প্রস্তুত করে নেবার একটা চমৎকার শিক্ষানবিশকাল;
তাই শর্ট আর লং যা-ই হোক, ভালো দক্ষকর্মী হয়ে প্রফেশনে প্রবেশ করার জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম করাটা জরুরি;
অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়া ইন্টার্নশিপকে কীভাবে আপনি কাজে লাগাতে পারেন আসুন জেনে নেওয়া যাক;
একজন ইন্টার্নকে কখনই অতি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবেনা; ইন্টার্নশিপের কাজ মূলত তার সিনিয়রদের কাজে সহযোগিতা করা; এটি প্রক্রিয়ার একটি অংশ এবং এভাবেই কাজের বিস্তারিত শেখা হয়;
ইন্টার্নশিপ চলাকালীন সময়ে প্রতিষ্ঠানগুলো সাধারণত শিক্ষানবিশদের দিয়ে কিছু বাড়তি কাজ করিয়ে নেন; এগুলো পালন করা শিক্ষানবিশদের কর্তব্য; এতে বিরক্ত না হয়ে শেখার মানসিকতা নিয়েই কাজগুলো করতে হবে; যেকোনো কাজ নিষ্ঠার সঙ্গে করুন; আপনি যদি কাজগুলো একঘেয়ে বিরক্তিকর মনে না করে আনন্দের সাথে শেষ করেন তবে পরবর্তীতে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবার সম্ভাবনা বেড়ে যাবে;
ইন্টার্নশিপ নির্দিষ্ট একজনের অধীনে বা তত্ত্বাবধানে করতে হয়;সেই তত্ত্বাবধায়ক বা সুপারভাইজারের সঙ্গে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে;যেকোনো আইডিয়া এই তত্ত্বাবধায়ক বা সুপারভাইজারের সঙ্গে আলোচনা করুন; এতে আপনি অনেক বেশি শিখতেও পারবেন;
ইন্টার্ন করতে গিয়ে আপনি কার অধীনে কাজ করছেন কাজের দায়িত্ব কী কী একটি শেষ করে পরের কাজটি কী ইত্যাদি নোট আকারে লিখে রাখুন; দিনের শেষে বসকে যখন কাজ বুঝিয়ে দিতে যাবেন তখন সেই নোটটি আপনার কাজে দেবে;
ইন্টার্নশিপ মূলত একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট সুপারভাইজার ও শিক্ষানবিশদের চক্রে আবদ্ধ; কিন্তু আপনি তাতে আবদ্ধ না থেকে প্রতিষ্ঠানের অন্যান্য মিটিং, ওয়ার্কশপ, কনফারেন্স, ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করতে চেষ্টা করুন; এতে প্রতিষ্ঠানের খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন; অন্য ডিপার্টমেন্টের কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং প্রতিষ্ঠানের সোস্যাল ইভেন্টে অংশগ্রহণ করুন; আর সব জায়গায় নিজের আইডিয়া শেয়ার করুন; যত বেশি অন্যদের সঙ্গে আইডিয়া শেয়ার করবেন ততই শিখতে পারবেন;
প্রতিষ্ঠানের কর্ণধার বা উচ্চপদস্থ কর্মকর্তা যে ধরনের কাজ আপনার কাছ থেকে আশা করছে সে-বিষয়ে আপনার কোনো ধারণা না থাকাটাই স্বাভাবিক; ফলে কাজটা ভালো করে বুঝে নিন; আর এ-নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে জিজ্ঞেস করুন;
প্রতিষ্ঠান সেই কর্মীকেই পছন্দ করে যে বা যারা যে কোনো অবস্থায় কার্যকর উদ্যোগ নিতে পারে;তাই আপনাকেও প্রমাণ করতে হবে যে আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য এফোর্ট দেবেন;
চাকরি খোঁজার সবচেয়ে বড় উপায় হল যোগাযোগ; যার যোগাযোগ যত বেশি তার চাকরিও মেলে তত দ্রুত; তাই ইন্টার্নশিপের সময় সুপারভাইজারসহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে তুলুন;
Read More: ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট , ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কি ? কেনো ? পর্ব-১
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর প্রতিষ্ঠান নির্ধারণ করবেন যেভাবে; ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পর্ব-২
Study Lights: http://www.jobs.studylights.com